Directed by Raj Chakraborty
Starring - Jeet, Sayantika Banerjee and Subhasree Ganguly
Music by Suddho Roy
Distributed by Grassroot Entertainment Reliance Entertainment and Walzen Media Works
Abhimaan is a 2016 upcoming Bengali Romantic action drama film directed by Raj Chakraborty and starring Jeet, Sayantika Banerjee and Subhasree Ganguly. The movie is a remake of the 2013 Telugu movie Attarintiki Daredi.
এই তিন তারকাকে মুখ্য চরিত্রে রেখেই তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’।
জানা যাচ্ছে, ছবির গল্পে জিৎ-কে দেখা যাবে এক ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে। এই ট্যাক্সি ড্রাইভার ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এক পরিবারকে জুড়তে চেষ্টা করবে। যে পরিবারেরই এক মেয়ে বাড়ি থেকে পালিয়ে জিতের ট্যাক্সিতে এসে উঠবে। তার পর তার সঙ্গে মিলে শুরু হবে জিতের অন্য পরিবারের সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা!
তবে, সেই মেয়েটি কে, শুভশ্রী না সায়ন্তিকা, তা এখনও জানা যায়নি।
আরও জানা গিয়েছে, এই ছবিতে দুর্গাপুজো নিয়ে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে। সেই জন্য টলিপাড়ায় শুরু হচ্ছে ফের অকালবোধনের তোড়জোর!
কথা আছে, কলকাতা, হায়দরাবাদ, ইতালি আর সুইজারল্যান্ডে ছবির শুটিং হবে।
0 comments:
Post a Comment